Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নড়িয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
নড়িয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

শরীয়তপুর নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এ ভিক্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকরের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, চামটা ইউপির চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাতাব্বর, জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, চামটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিবিএ নেতা গোলাম মহিউদ্দিন বাবুল রাড়ী, চামটা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক লোকমান পালোয়ান, চামটা ইউপির প্যানেল চেয়ারম্যান-১ লোকমান হোসেন ঢালী, মহিলালীগ নেত্রী ইয়াসমিন বেগম, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মাঝি, ইঞ্জি. সৈয়দ তৌহিদ আল রাজীব প্রমূখ।

উল্লেখ্য, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাতাব্বরের সার্বিক সহযোগিতায় এ শহীদ মিনার নির্মিত হচ্ছে।