Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় দ্বিতীয় পর্যায় চলছে করোনার টিকা কার্যক্রম, টিকা নিতে আগ্রহী মানুষ

নড়িয়ায় দ্বিতীয় পর্যায় চলছে করোনার টিকা কার্যক্রম, টিকা নিতে আগ্রহী মানুষ
নড়িয়ায় দ্বিতীয় পর্যায় চলছে করোনার টিকা কার্যক্রম, টিকা নিতে আগ্রহী মানুষ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দ্বিতীয় পর্যায় করোনা ভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার (১২ জুলাই) থেকে দ্বিতীয় পর্যায় টিকাদান কার্যক্রম শুরু হয়। সাধারণ মানুষ আগ্রহ ও উৎসাহ করোনা ভাইরাস টিকা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নড়িয়া উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার ১৩ জুলাই সকাল ১০ টায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় করেনা ভাইরাসের টিকা নিতে নারী পুরুষের দীর্ঘ লাইন। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে সিরিয়াল মতো সুশৃঙ্খলভাবে আগত মানুষকে করোনার টিকা প্রদান করছেন।

নড়িয়া উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, নড়িয়াতে দ্বিতীয় পর্যায়ে করোনা টিকা প্রদান কার্যক্রম চলছে। মানুষ আগ্রহ ও উৎসাহ নিয়ে টিকা গ্রহণ করছে। আমরা স্বাস্থ্যবিধি বজায় রেখে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছি। দ্বিতীয় পর্যায়ে নড়িয়াতে আমরা ৩ হাজার ২শ ডোজ পেয়েছি। প্রথম দিন দুইশ টিকা দেওয়া হয়েছে। বাকি টিকাগুলো এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেতে পারে। পরবর্তীতে আমরা অধিক হারে টিকা পাবো। টিকা থেকে কেউ বাদ পড়বেনা। এজন্য আমাদের একটু ধৈর্য্য ধরতে হবে।