Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় নুসা’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

নড়িয়ায় নুসা’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

শরীয়তপুরে নড়িয়া উন্নয়ন সমিতি নুসার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার ১৫ জুলাই বেলা ১১ নড়িয়া উপজেলার নুসা’র প্রধান কার্যালয়ে, নুসার নির্বাহী পরিচালক,রোকেয়া পদক প্রাপ্ত নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা মিসেস মাজেদা শওকত আলী এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন নুসা’র যুগ্ম-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ড, উপপরিচালক জাহাঙ্গীর হোসেন মাল, আমিনুল হক মিন্টু, শরিফুল ইসলাম, অডিট চিফ মোঃ ফারুক হোসেন, এরিয়া ম্যানাজার আমির হোসেন আমু, মিজানুর রহমান, অমৃত লাল দাস, শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ।