Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

উপহার সামগ্রী নিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল নড়িয়ার ৪৭ জন করোনা রোগীর বাড়িতে

উপহার সামগ্রী নিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল নড়িয়ার ৪৭ জন করোনা রোগীর বাড়িতে

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে করোনা ভাইরাস মহামারীতে আক্রান্ত ৪৭ জন রোগীর বাড়িতে শুভেচ্ছা উপহার সামগ্রী পাঠিয়েছেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক মাল।

পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির নির্দেশে শনিবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে ডিঙ্গামানিক ইউনিয়নের ৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িতে নিজে গিয়ে ও তার লোকজনদের মাধ্যমে শুভেচ্ছা উপহার সামগ্রী পৌঁছে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো আম, আপেল, মাল্টা, আনার, হরিকস, আনারস, লেবু, চা-পাতা, ও চিনি।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক মাল বলেন, আপনার জানেন সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারীতে অনেক লোক মৃত্যুবরণ করেছে। এই মহামারি এখনও চলমান রয়েছে। আমদের বাংলাদেশেও এই মহামারি দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সময়োপযোগী পদক্ষেপের কারনে বাংলাদেশে এখনও করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে রয়েছে। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।

তারা বিভিন্ন ভাবে অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি মহোদয়ের নির্দেশে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ডিঙ্গামানিক ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত ৪৭ জন রোগীর বাড়িতে শুভেচ্ছা উপহার সামগ্রী পাঠিয়েছি। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় গরীব অসহায় মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমি দোয়া করি যেন বাংলাদেশের মানুষ এই করোনা ভাইরাস মহামারী থেকে দ্রুত মুক্তি পায়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম যেন সুস্থ থাকে এবং করোনা রোগীরা যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমি সে কামনা করি।