Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরের নড়িয়ায় ৩০ মামলার আসামী বিল্লাল কাজী ডিবির হাতে গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়ায় ৩০ মামলার আসামী বিল্লাল কাজী ডিবির হাতে গ্রেফতার
শরীয়তপুরের নড়িয়ায় ৩০ মামলার আসামী বিল্লাল কাজী ডিবির হাতে গ্রেফতার

শরীয়তপুর জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে নড়িয়া থেকে হত্যা, গণধর্ষণ, বিস্ফোরণ সহ ৩০ মামলার পলাতক আসামী বিল্লাল কাজি কে (৩০) আটক করেছে। সে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মালত কান্দি গ্রামে ইমান আলী কাজির পুত্র বলে জানা গেছে।

তার বিরুদ্ধে নড়িয়া থানায় ২১টি সহ দেশের বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত বিল্লাল কাজী সম্প্রতি নড়িয়া থানার রাজনগর ইউনিয়নের চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলার এজাহারভূক্ত ১৬ নং আসামী।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম জানান, দুধর্ষ সন্ত্রাসী বিল্লাল কাজীকে আটকের জন্য দীর্ঘদিন যাবৎ পুলিশ ও র‌্যাব চেষ্টা চালিয়ে আসছিল। পরে শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান এর নির্দেশে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ বিভিন্ন সোর্স ও প্রযুক্তির সাহায্য নিয়ে শনিবার দিবাগত রাতে বিল্লালকে আটক করতে সক্ষম হই।