Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় পানি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি

নড়িয়ায় পানি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি
নড়িয়ায় পানি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি

শরীয়তপুরের নড়িয়ায় পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত হচ্ছে নড়িয়া পানি ভবন অত্যাধুনিক রেস্ট হাউস। শুক্রবার ১৭ সেপ্টেম্বর বিকেলে নড়িয়া পৌরসভা বিসমিল্লাহ নগরে ১ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে পানি ভবন এর নির্মাণ কাজের উব্দোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর জোনের নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনুপ কুমার দে, উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ আলম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, কোষাধক্ষ্য ও জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান আলম বয়াতি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন আকন, উপজেলা যুবলীগের আহ্বায়ক নাসির সরদার যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মীর মালত, যুবলীগ নেতা ইউনুস শেখ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক স্বপন দেওয়ান, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ইমরান খালাসী, যুগ্ম আহ্বায়ক আল-আমিন বেপারী, যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।