
শরীয়তপুরের নড়িয়া উপজেলার হাজী মিছির আলী মুন্সী জামে মসজিদের ভবন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও শরীয়তপুর জেলা পরিষদের সদস্য এনায়েতুল্লাহ মুন্সী এই কাজের উদ্বোধন করেন।
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের বড় আব্বা ও চরআত্রা-নওপাড়ার ঐতিহ্যবাহী মুন্সী বংশের প্রতিষ্ঠাতা মরহুম হাজী মিছির আলী মুন্সীর নামে মসজিদটির নামকরণ করা হয়।
নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ আহমেদ মুন্সী, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ আজগর সোহেল মুন্সী, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, মুসাব্বির হুসাইন দীপু মুন্সী, শফিউল্লাহ মুন্সী, ডা. তৌহিদ মুন্সী, রাসেল মুন্সী, এনায়েত মৃধা, মেহেদী হাসান, খান রাকিবুল, জাকির হোসেন রাজু প্রমুখ।
উদ্বোধন শেষে এনায়েত মুন্সী বলেন- আমরা চাওয়ার আগেই সব কিছু পাই। আমাদের একটি সুবিশাল মসজিদের ভবন নির্মাণ করে দিচ্ছেন আমাদের মন্ত্রী এনামুল হক শামীম। তিনি নিজ উদ্যোগে এই মসজিদ তৈরি করার জন্য অর্থ দিয়েছেন। সবাই উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির জন্য দোয়া করবেন।
মিজানুর রহমান শামীম দৈনিক রুদ্রবার্তাকে জানান, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি নিজস্ব অর্থায়নে এই জামে মসজিদের ভবন নির্মাণ করে দিচ্ছেন। এজন্য নওপাড়া, চরআত্রাবাসীর পক্ষ থেকে উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি কে অনেক ধন্যবাদ ও অভিনন্দন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |