Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

স্বাস্থ্য বিধি প্রতিপালনে তৎপর মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

স্বাস্থ্য বিধি প্রতিপালনে তৎপর মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ
স্বাস্থ্য বিধি প্রতিপালনে তৎপর মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

করোনা পরিস্থিতিতে স্কুল এন্ড কলেজ খোলার একমাস অতিবাহিত হলো। গত মাসের ১২ তারিখ করোনার দীর্ঘ বিরতি ভেঙে শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেয়া হয়। এ একমাসের স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা কার্যক্রম কেমন চলছে তা দেখার জন্য আমরা সরেজমিন উপস্থিত হয়েছিলাম শরীয়তপুরের অত্যন্ত স্বনামধন্য, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে।

সকাল ৭টা ৩০মিনিটে উপস্থিত হয়ে দেখতে পেলাম গার্লস গাইডের বালিকারা এবং কলেজ ক্যাপ্টেনরা প্রধান ফটকে দাড়িয়ে আগত শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি প্রতিপালনে সহযোগিতা করছে।

কেও তাপমাত্রা মাপক মেশিন দিয়ে তাপমাত্রা পরিমাপ করছে, কেওবা হাতে স্যানিটাইজার দিচ্ছে। পাশে দাড়িয়ে কলেজ অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন এ কার্যক্রম তদারকি করছেন। শৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষকগণ শিক্ষার্থীদের সাথেই আছেন।

ক্লাস রুম গুলো ঘুরে দেখলাম, সবাই মাস্ক পরিধান করছে, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা সাবেক আইজিপি একেএম শহীদুল হক বিপিএম পিপিএম স্কুল খোলার দিন শিক্ষার্থীদের হাতে দুটি করে মাস্ক তুলে দেন।
এ মাস্ক গুলোই শিক্ষার্থীরা ব্যবহার করছে।

পরে আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলি। ৫ম শ্রেণির শিক্ষার্থী স্বপ্নীল অনুভূতি প্রকাশ করে বলে, অনেক দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আমি খুবই আনন্দিত।

পরে কথা হয় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের সাথে, এ সময় অধ্যক্ষ বলেন, আমরা বিগত একমাস সর্বোচ্চ সতর্ক ছিলাম স্বাস্থ্য বিধি প্রতিপালনের ব্য্পাারে, আমরা এ বিষয়ে সফল হয়েছি এ এক মাসে আমাদের একজন শিক্ষার্থীও করোনা আক্রান্ত হয় নাই। তিনি এ ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বর্তমান পরিস্থিতিতে লেখা পড়া ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পাঠদান চালিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।