Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুইটি’র পথসভা

রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুইটি’র পথসভা
রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুইটি’র পথসভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০২১ – কে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউপি’র চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন সুইটি বেগম। সব সময় ইউনিয়ন বাসীর দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগ করে দোয়া কামনা করছেন। এছাড়া তিনি বেশ কয়েকটি এলাকায় শোডাউন পথসভা উঠোন বৈঠক করেছেন।

 

বুধবার সকালে সুইটি বেগমের পক্ষে রাজনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পথসভায় প্রায় ৩ তিন হাজার লোকের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সুইটি বেগমের পক্ষে স্বামী নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত কার্যকরী সদস্য আবু আলেম মাদবর এর নেতৃত্বে পথসভাটি বিলদেওনিয়া থেকে হাসের কান্দি হয়ে তাল তলাবাজার, পোরাকান্দি,বেইলী ব্রীজ,আন্ধার মানিক বাজার,থানার কান্দি,পোনাই খার কান্দি, বটতলা বাজার, কাজি কান্দি হয়ে অন্তত ১০ গ্রাম অতিক্রম করে পথ সভাটি বিলদেওনিয়া মাদবর বাড়ির সামনে এসে জন সভায় পরিনিত হয়। এসময় সাবেক ছাত্র নেতা,বি.এন.পি জামায়াতে জুলুম নির্জাতনের শিকার, আবু আমলে মাদবর বলেন, সামনে আসন্ন রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন এই রাজনগর ইউনিয়নটি অনেক অবহেলিত তা আপনারা নিজ চোখ উপলব্ধি করতে পারছেন। আপনারা এর আগে বসন্ত কুকিলদের ভোট দিয়ে নির্বাচিত করছেন, কিন্তু এলাকা -সহ পুরো ইউনিয়নটি কোনো উন্নতি হয়নি, আপনার এর আগে আমাকে চেয়ারম্যান পদে জনগনের মনোনীত প্রাথী করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য তখন আমার দল বাংলাদেশ আওয়ামীলীগ রাজনগর ইউনিয়ন নৌকার মনোনয়ন দেন অন্যকে। জার ফলে ইউনিয়নটিতে বি এন পির কোনো প্রার্থী না হওয়া জনগনের সিন্ধান্তে সতন্ত্র নির্বাচন করতে হয়েছিলো আমার। ২০২১ সালে এই ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের কঠোর সিদ্ধান্তের কারনে আমি এবার দলিও মনোনয়ন পাবোনা জেনেই নির্বাচনের সিদ্ধান্ত চেঞ্জ করি। তাই এখন এই রাজনগর ইউনিয়নের জনগনের সিদ্ধান্তের কারনে আমার সহ -ধমর্মিনী মিসেস সুইটি বেগমের জন্য দলীয় নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী।

ইতিমধ্যে ইউনিয়ন বাসি সবাই জোটবদ্ধ হয়ে, তার পক্ষে মাঠে কাজ করছেন। এছাড়াও ছাত্র ও যুব সমাজের মাঝেও সুইটির গ্রহণযোগ্যতা রয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে রাজপথে সুটি বেগম সর্বদায় থাকতেন।

আবু আমলে আরো বলেন, রাজনগর ইউনিয়নের জনগন এবার আপনারা চাইলে নৌকার মনোনয়ন নিয়ে চেয়ারম্যান হলে সুইটি এই অবহেলিত রাজনগর ইউনিয়নের উন্নয়নকে রোল মডেল ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে ইনশাআল্লাহ। নড়িয়া সখিপুরের ২ আসনের সাংসদ সদস্য পানী সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ. কে.এম এনামুল হক শামীম মহোদয়ের স্নেহধন্য, আস্থাভাজন ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত কার্যকরী সদস্য রাজনগর ইউনিয়নের মাটিও ও মানুষের নেতা আবু আমলে মাদবরের এর সু- যোগ্য সহ- ধমির্নী ও বিশিষ্ট সমাজ সেবিকা নারীনেত্রী সুইটি বেগম বলেন, আমি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

আমি ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত, আমার পরিবার জাতির পিতার আদর্শ বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী প্রতিটি জাতীয় নির্বাচনে রাজনগর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের নৌকার এজেন্ট ছিলাম এবং নৌকা বিজয়ী করতে কাজ করেছি। আমি এলাকাবাসীর নানা উন্নয়নমুলক কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করেছি। বিশেষ করে করোনা মহামারী সময় মানুষের দারে দারে গিয়ে ব্যাক্তিগত ভাবে ত্রান পৌঁছে দিয়েছি। আসন্ন ইউনিয়ন নির্বাচনে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। তবে দল যাকে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করব। এছার আমি রাজনগর ইউনিয়নের প্রতিটি এলাকার মাদক সন্ত্রাস জুয়া বাল্যবিবাহ, বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে বিরুদ্ধে, আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছি।

আমাকে নৌকার মনোনয়ন দেওয়া হলে এই রাজনগর ইউনিয়ন থেকে বিপুল ভোটে নৌকার সম্মান বৃদ্ধিকরে জননেত্রীর শেখ হাসিনা ও উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ভাইকে উপরহার দিবো ইনশাআল্লাহ। এছাড়া নৌকা মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হলে, এলাকাবাসীকে পরিছন্ন, বেকারত্ব সমস্যা সমাধান, বাল্যবিবাহ বন্ধ, মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাবান্ধব উন্নত নাগরিক সুবিধা প্রদান করবো। আমাকে নৌকার মনোনয়ন দিলে আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে রাজনগর ইউনিয়নটিকে বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। #