
রাজনগর অর্থাৎ রাজার নগর । এই নামে একটি ইউনিয়ন রয়েছে পদ্মার তীরবর্তী শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পশ্চিম প্রান্তের সর্বশেষ সীমানায় । ইতিহাস বলে, বাংলা, বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজ উদ্দৌলার খালা ঘসেটি বেগম-এর ঘনিষ্ঠ সহচর রাজা রাজবল্লভ- এর বাড়ি ছিল বর্তমান রাজনগরে । রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুনাই খাঁর কান্দি গ্রামের পশ্চিম প্রান্তে রয়েছ একটি সুবিশাল বটগাছ । এই গ্রামের নব্বই বছর বয়সী বর্ষীয়াণ মানুষের ভাষ্যমতে, বট গাছটির বয়স প্রায় আড়াইশ বছর বলে অনুমান করা হয় ।
সম্প্রতি রাজনগরের সর্বসাধারণ মানুষের মধ্যে এক ধরণের মনোকষ্ট বিরাজ করছে । এ মনোকষ্টের অন্যতম কারণ হলো , সরকার পদ্মাসেতুর অংশ বিশেষ নাওডোবা-জাজিরা-শরীয়তপুর অ্যাপ্রোচ রোড় নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে । রাজনগর ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন এলাকাসমূহ অধিগ্রহণের আওতায় পড়েছে । শরীয়তপুর হাইওয়ের দুপাশে বসবাসরত বহু মানুষের বাড়িঘর অধিগ্রহণ করা হবে। ফলে, হারাতে হবে চৌদ্দ পুরুষের ভিটেমাটি এবং ঐতিহ্যবাহী সুবিশাল বটবৃক্ষটি । সকল পেশাজীবী মানুষের একটাই দাবি প্রাচীন বটগাছটি যেকোনো মূল্যে রক্ষা পায় ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |