
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন হযরত মাওলানা সাইয়েদ শাহ সুফি জালাল নূরী সুরেশ্বরীর জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ২৬ অক্টোবর রাত টার দিকে সুরেশ্বর দরবার শরীফে এক হাজার পাউন্ডের বিশাল কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। জন্মশতবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর কামাল নূরী সুরেশ্বরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য এডভোকেট রওশ আরা প্রমুখ। সুরেশ্বর দরবার শরীফের সকল আওলাদ ও দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন সুরেশ্বর দরবার শরীফ বর্ণিল সাজে সাজানো হয়। এছাড়া বিশেষ আলোকসজ্জা করা হয়। এদিন সুরেশ্বর দরবার শরীফে আগত ভক্তবৃন্দের মাঝে উন্নত মানের শাহী তবারক বিতরণ করা হয়।
শাহ সুফি জালাল নূরী সুরেশ্বরী ছিলেন হযরত মাওলানা জান শরীফ শাহ সুরেশ্বরীর নাতি ও হযরত মাওলানা আব্দুল হাই ওরফে নূরীশাহ সুরেশ্বরীর দ্বিতীয় সন্তান। তিনি দীর্ঘ ৪৫ বছর যাবত সুরেশ্বর দরবার শরীফের গদিনশিন হিসেবে প্রেম ও নিষ্ঠার সাথে তরিকার খেদমতের মাধ্যমে দরবারের ব্যাপক প্রচার প্রসার করেন। তিনি ১৪০৬ বাংলা সনের ২৫ শে ফাল্গুন সকাল সাতটার সময় ইন্তেকাল করেন। তার লক্ষ লক্ষ আশেক ভক্ত প্রেমিক রয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |