
ক্রোকির চর পুনাই সরদার কান্দি আল মদিনা জামে মসজিদের উদ্যেগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ নভেম্বর মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও পরিচালক সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা হাতিরঝিলের ঐতিহ্যবাহী কুনিপাড়া বায়তুন নুর জামে মসজিদের খতিব আল্লামা মুফতী মো: আবু হানিফ নোমানী সাহেব, বরগুনা।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এস. এম. মিজানুর রহমান-এর সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট হাজী শরীয়তউল্লাহ হাফেজিয়া একাডেমির নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা বিন ইয়ামিন খান, আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী আসলাম সাহেব। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলমান এ ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন।
ওয়াজ মাহফিলে বক্তারা জিকিরের সাথে সাথে কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন এছলাহী বয়ান পেশ করেন। যা আ’মাল করলে দুনিয়াতে আল্লাহর ভয় পয়দা হয় এবং আখেরাতে জান্নাত লাভ সহজ হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |