
পঞ্চম ধাপে অনুষ্ঠিত আসন্ন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন বেপারীকে মনোনীত করে সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও বেপারী পরিবার কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ভোজেশ্বর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সর্বোস্তরের জনসাধারণ মিছিল করে মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ ফাউন্ডেশন মাঠ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।
এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক বেপারী, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন বেপারী। এছাড়া জপসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জলিল সরদার ও যুবলীগ নেতা ইমরান বেপারীসহ বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ এবং ভোজেশ্বর ইউনিয়নের সর্বোস্তরের জনসাধারণগণ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |