Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় মেম্বার প্রার্থী নজরুল ইসলাম সাকিদারের মৃত্যু

নড়িয়ায় মেম্বার প্রার্থী নজরুল ইসলাম সাকিদারের মৃত্যু
নড়িয়ায় মেম্বার প্রার্থী নজরুল ইসলাম সাকিদারের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী মো. নজরুল ইসলাম সাকিদার (৬৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৫টায় শরীয়তপুর থেকে ঢাকা নেওয়ার পথে ফেরিতে মারা যান তিনি। মো. নজরুল ইসলাম শাকিদার আগামীকাল ৫ জানুয়ারি (বুধবার) পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা মার্কার মেম্বার প্রার্থী ছিলেন।

তিনি ওই ইউনিয়নের চান্দনি গ্রামের মৃত জালাল উদ্দিন শাকিদারের ছেলে। তিনিও সাবেক মেম্বার ছিলেন। নজরুল ইসলামের ছেলে তুষার শাকিদার বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাবা সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। মঙ্গলবার ভোরে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলমাঝির ঘাট-শিমলিয়া নৌরুটে ফেরিতে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, তার মরদেহ ওই ইউনিয়নের কলাবাগান জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে মসজিদের গণকবরস্থানে দাফন করা হবে।