Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

আন্দোলন করে সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি’র নেই : পানিসম্পদ উপ-মন্ত্রী

আন্দোলন করে সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি’র নেই : পানিসম্পদ উপ-মন্ত্রী
আন্দোলন করে সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি’র নেই : পানিসম্পদ উপ-মন্ত্রী

পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আন্দোলন করে সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি’র নেই। বিএনপি একটি গণধিকৃত দল। ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে; আর বিরোধী দলে থেকে মানুষ পুড়িয়ে মেরেছে। বৃহস্পতিবার নড়িয়া শহীদ মিনার চত্ত্বরে গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপ-মন্ত্রী শামীম বলেন, দেশের উন্নয়ন ও সাফলতা এদশের জনগণ দেখতে পায় কিন্তু বিএনপি দেখতে পায় না। দেশের আপামর জনগণের আস্থার নির্ভরযোগ্যতার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদেশের মানুষ তাই বার বার বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামীলীগকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র অ্যাড. আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর কর প্রমুখ।

পরে নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার গৃহহীন ৫০ পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকার চেক প্রদান করেন উপ-মন্ত্রী শামীম।