Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মাদক সেবীদের অবাধ বিচরন নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর বনেরবাড়ি গ্রাম

মাদক সেবীদের অবাধ বিচরন নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর বনেরবাড়ি গ্রাম
মাদক সেবীদের অবাধ বিচরন নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর বনেরবাড়ি গ্রাম

নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের ছোট একটি গ্রাম বনেরবাড়ি। এখানে পুরাতন একটি সরকারি কৃষি অফিসের থাকার কোয়ার্টার আছে। তবে ভবনটি পরিতেক্ত অবস্থায় আছেবিগত ১০-১২ বছর ধরে। এই সুযোগে মাদক সেবীরা এখানে মাদক কেনা বেচা ও মাদক গ্রহন করে থাকে দিন ও রাতে বেশির ভাগ সময়। তাছাড়া অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে।

এলাকাবাসী এখন অতিষ্ঠ এই মাদক কারবারি দের আনাগোনায়। সন্ধার পর ছিনতাই হয়ে থাকে এই মাদকসেবী হাতে লোকজন । এতে করে চরম নিরাপত্তা হীনতায় থাকে এ পথে যাতায়াত করা লোকজন। তাছাড়া এখানে একটি মসজিদ ও কবরস্থান রয়েছে। মসজিদের মুসুল্লিগন কবরস্থানের পবিত্রতার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।