
নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের ছোট একটি গ্রাম বনেরবাড়ি। এখানে পুরাতন একটি সরকারি কৃষি অফিসের থাকার কোয়ার্টার আছে। তবে ভবনটি পরিতেক্ত অবস্থায় আছেবিগত ১০-১২ বছর ধরে। এই সুযোগে মাদক সেবীরা এখানে মাদক কেনা বেচা ও মাদক গ্রহন করে থাকে দিন ও রাতে বেশির ভাগ সময়। তাছাড়া অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে।
এলাকাবাসী এখন অতিষ্ঠ এই মাদক কারবারি দের আনাগোনায়। সন্ধার পর ছিনতাই হয়ে থাকে এই মাদকসেবী হাতে লোকজন । এতে করে চরম নিরাপত্তা হীনতায় থাকে এ পথে যাতায়াত করা লোকজন। তাছাড়া এখানে একটি মসজিদ ও কবরস্থান রয়েছে। মসজিদের মুসুল্লিগন কবরস্থানের পবিত্রতার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।