Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ঘরের ভিতর ইদুর রেখে ঐক্য করে লাভ নেই : এনামুল হক শামীম

ঘরের ভিতর ইদুর রেখে ঐক্য করে লাভ নেই : এনামুল হক শামীম
ঘরের ভিতর ইদুর রেখে ঐক্য করে লাভ নেই : এনামুল হক শামীম

বিএনপির উদ্দেশ্য পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ঘরের ভিতর ইদুর রেখে ঐক্য করে লাভ নেই। বিএনপির ঘরে ভেতর জামায়াত আছে, স্বাধীনতা বিরোধী আছে, ২১ আগস্টে গ্রেনেড হামলাকারী, এতিম টাকা মেরে খাওয়া নেতা আছে, অর্থ পাচারকারী আছে, সাজাপ্রাপ্ত আসামী আছে। বিএনপির একেক নেতা একেক কথা বলে, এক নেত আরেক নেতাকে সন্দেহ করে। এক নেতা আরেক নেতাকে সরকারের এজেন্ট বলে। যেই দলের শীর্ষ নেতারাই নির্বাচনে অংশগ্রহনের অযোগ্য। যারা খালেদা জিয়ার মুক্তির জন্য একটা মিছিল করতে পারে নাই। ১৩ বছর ধরে কতবারই আন্দোলনের কথা বলেছেন, একবার করতে পারে নাই। তারা আবার জাতীয় ঐক্যের ডাক দেয়। তাদের বোকার স্বর্গে বাস করে। তাদের কথা এদেশের জনগণ আর ভাবে না, দূর্নীতিবাজ বিএনপি ও তাদের দলের নেতাদের নিয়ে ভাবার সময় এদেশের জনগণের নেই। তাদের জাতীয় ঐক্যের ডাক জনগণের কাছে হাস্যরসের সৃষ্টি করেছে।
শনিবার (৩০ এপ্রিল) শরীয়তপুরের নড়িয়ার কেদারপুর, ভূমখাড়া, চামটা, ডিঙ্গামানিক, চরআত্রা, নওপাড়া ও সখিপুরের চরভাগা ও ডিএমখালী ইউনিয়নে “রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন” ও আওয়ামী লীগের পক্ষ থেকে ৬ হাজার অসহায়ের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, এদেশের জনগণ একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণ আর কোনোদিনই বিএনপির ফাঁদে পা দেবে না। নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ক্ষমতায় আসতে হলে বিএনপিকে জনগণের কাছে যেতে হবে এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। যতই ষড়যন্ত্র করুক, বিদেশী প্রভুদের কাছে ধরনা দেন, কোন লাভ হবে না। কোনো বিদেশী প্রভু ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রাখার জন্য জনগণের রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবে।
রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার,
নড়িয়া উপজেলার সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী, চামটা ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন রাড়ী, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী প্রমূখ।