Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
ভোজেশ্বর বন্দরে ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ-এর ত্রি-বার্ষিক সম্মেলন

মানুষের ভালোবাসা আছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি : পানিসম্পদ উপমন্ত্রী

মানুষের ভালোবাসা আছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি : পানিসম্পদ উপমন্ত্রী
মানুষের ভালোবাসা আছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি : পানিসম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রনালয় এর উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, তাই বিএনপি র কোন ষড়যন্ত্র ও ঐক্যই কোন কাজে আসবে না। মানুষের ভালোবাসা বিএনপি’র প্রতি নাই, মানুষের ভালোবাসা আছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি। মানুষের ভালোবাসা আছে বলেই শেখ হাসিনা বার বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন। বাংলাদেশের মানুষ মনে করেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। তাই পঞ্চমবারের মতো নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ শেখ হাসিনাকেই দেশের প্রধান মন্ত্রী বানাবেন।

তিনি আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বন্দরে ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ-এর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগকে তিলে তিলে শক্তিশালী করে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তাই বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এক অনুভূতির নাম। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন সারা বিশ্বে বাংলাদেশের পতাকা সম্মানের সহিত পতপত করে উড়ে। তাই দেশের মানুষ আওয়ামীলীগের শেখ হাসিনার নেতৃত্বেই বিশ্বাসী। শেখ হাসিনার কাছে দেশ, আর পেছাবেনা বাংলাদেশ।

ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ এর প্রশাসক ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খবিরুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামীলীগের সদস্য ও নশাসন ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার ও নড়িয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম সিকদারসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ প্রমূখ। এছাড়া সম্মেলনে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধক হিসেবে ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মাল এবং প্রধান বক্তা ছিলেন, নড়িয়া উপজেলা সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন।

এ ত্রি-বার্ষিক সম্মেলনে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটির প্রস্তাব আনা হয়। ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলী আহাম্মদ সিকদারকে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হয়ে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।