Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
শরীয়তপুরের ‘মেসার্স পাইলট স্টোর’ এর প্রতিষ্ঠাতা

আবদুল মালেক মাঝী’র ১৫তম মৃত্যুবার্ষিকী

আবদুল মালেক মাঝী’র ১৫তম মৃত্যুবার্ষিকী
আবদুল মালেক মাঝী’র ১৫তম মৃত্যুবার্ষিকী

শরীয়তপুরের মাটি ও মানুষের পত্রিকা দৈনিক রুদ্রবার্তা’র সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফেরাম’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট এর পিতা শরীয়তপুরের ‘মেসার্স পাইলট স্টোর’ এর স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মো: আব্দুল মালেক মাঝি’র ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে সোমবার।

মরহুম মো: আব্দুল মালেক মাঝি ২০০৭ সালের ৩০ মে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (ঢাকায়) চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেন ।

এ উপলক্ষে বাদ আছর শরীয়তপুরের ভোজেশ্বর বন্দরে মরহুমের বাসভবন ‘আব্দুল মালেক-শামসুন্নহার মঞ্জিল’ এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।