Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মহানবীর অবমাননার প্রতিবাদে নড়িয়ায় বিক্ষোভ মিছিল

মহানবীর অবমাননার প্রতিবাদে নড়িয়ায় বিক্ষোভ মিছিল
মহানবীর অবমাননার প্রতিবাদে নড়িয়ায় বিক্ষোভ মিছিল
ধর্মপ্রান মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কর্তৃক অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে শরীয়তপুরের নড়িয়ার তওহিদি জনতা।
রোববার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ধর্মপ্রাণ মুসল্লিদের বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে স্থানীয় মসজিদের ইমামদের নেতৃত্বে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল শহীদ মিনার চত্বরে জড়ো হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না।
এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবী জানান। এসময় বক্তব্য রাখেন মুফতি ইলিয়াছ আহাম্মেদ, মুফতি সুলাইমান মানসুর আমিনি, মুফতি ওবায়দুল্লাহ, মাও. হুসাইন আহাম্মদ, মাওলানা আঃ ওয়াহাব, মুফতি জসিম উদ্দিন, বনিক সমিতির সেক্রেটারী জলিল শেখ। সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন মাও. আবুল হাসেম মৃধা।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।