
হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পালিত হবে এ ধর্মীয় উৎসব। আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২২ উদযাপন উপলক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক একেএম ইসমাইল হক।
সার্বজনীন মন্ডপে শৃঙ্খলার সাথে আগামী ১ অক্টোবর থেকে শারর্দীয় দূর্গা পূজা পালনের উপর ব্যাপক আলোচনা হয়।
সভায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, যেকোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল কোর্ট টিম প্রস্তুুত থাকা সহ প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপন করার সিদ্বান্ত গৃহীত হয়। এবারে প্রতিটি পূজামণ্ডপে স্ট্যাটিক আনসার সদস্যের পাশাপাশি গ্রাম পুলিশ মোতায়েন করাহ হবে মর্মে সভায় সিদ্বান্ত গৃহীত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |