
প্রধানমন্ত্রীর অনুশাসন এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা বাস্তবায়নে “সমন্বিত কৃৃষি পরিকল্পনা” এর অংশ হিসেবে গো-খাদ্য হিসেবে উৎকৃষ্ট জাম্বো ঘাসের বীজ বপণ করেন।
বৃহসপতিবার ১৭ নভেম্বর নড়িয়া উপজেলার মোক্তারের চর ও নশাসন ইউনিয়ন এলাকায় রাস্তার দুইধারে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান আনুষ্ঠানিক ভাবে বীজ বপণ করেন। মানুষের খাদ্য নিরাপত্তার সাথে সাথে গৃহপালিত পশুর খাদ্য যাতে সংকট না হয়, সেলক্ষ্য জেলাপ্রশাসন, শরীয়তপুরের বিশেষ উদ্যোগ ” জাম্বো ঘাস বপণ”।
এ উদ্যোগের আওতায় ইতোমধ্যে শরীয়তপুর জেলায় সদর উপজেলায় জাম্বো ঘাস বপণ করা হয়েছে এবং ঘাসে বর্ধন বেশ ভাল অগ্রগতি দেখা গেছে। পর্যায়ক্রমে শরীয়তপুর জেলায় সকল উপজেলায় “জাম্বো ঘাস বপণ ” কার্যক্রম গ্রহণ করা হবে।
কৃষি বিভাগের তথ্যমতে জাম্বো ঘাসের বেশ কিছু সুবিধা আছে।