
বরাবরের মতো শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তাকারের চর এলাকায় হামিদ উদ্দিন পঞ্চায়েত শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন পোড়াগাছা ও মৃধাকান্দি গ্রামের শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ১৫ জানুয়ারী রোববার ব্যাংকার আনোয়ার হোসেন মিল্টন ও ডেমরা ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখনুখ জাবিউল্লাহ হীরকের পৃষ্টপোষকতায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মামুনের তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এম,এ মান্নান, এম,এ কুদ্দুস,আঃ মালেক,বাবুল দেওয়ান, মাহবুব আলম,লুৎফর রহমান মাদবর প্রমুখ উপস্থিত ছিলেন।সার্বিক তত্ববধানে শাহীন ,সাজিদ, শাহ আলম, শুক্কুর, সোহান, সামির সোনিয়াসহ এলাকার তরুণ সমাজ সাথে ছিলেন।
#