
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিষার তাজনুর মেমোরিয়াল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা ২০২২’ এ অংশগ্রহণকারী প্রাথমিকে বৃত্তি-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩জন। তারা হলেনে মোঃ ইব্রাহিম রহমান রোল নম্বর ৫৮৯, সানজিদুল ইসলাম রাফিন রোল নম্বর ৫৯০ ও উম্মে হানি রোল নাম্বার ৫৯১।
মোঃ ইব্রাহিম রহমান, পিতা মোঃ ফজলুর রহমান ও মাতামুক্ত বেগম। গ্রাম আটপাড়া, নড়িয়া, শরীয়তপুর। সানজিদুল ইসলাম রাফিন, পিতা রাশেদুল ইসলাম, মাতা সুরাইয়া নাসরিন। মীরপাড়া ঘরিষার, নড়িয়া, শরীয়তপুর ও উম্মে হানি, পিতা মোঃ রফিক বেপারী ও মাতা লাইজু বেগম। বাহের কুশিয়া, ঘরিষার, নড়িয়া শরীয়তপুর। তারা সকলেই দোয় প্রার্থী।