শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

নড়িয়ার ঘরিষার তাজনুর মেমোরিয়াল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

নড়িয়ার ঘরিষার তাজনুর মেমোরিয়াল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিষার তাজনুর মেমোরিয়াল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা ২০২২’ এ অংশগ্রহণকারী প্রাথমিকে বৃত্তি-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩জন। তারা হলেনে মোঃ ইব্রাহিম রহমান রোল নম্বর ৫৮৯, সানজিদুল ইসলাম রাফিন রোল নম্বর ৫৯০ ও উম্মে হানি রোল নাম্বার ৫৯১।

মোঃ ইব্রাহিম রহমান, পিতা মোঃ ফজলুর রহমান ও মাতামুক্ত বেগম। গ্রাম আটপাড়া, নড়িয়া, শরীয়তপুর। সানজিদুল ইসলাম রাফিন, পিতা রাশেদুল ইসলাম, মাতা সুরাইয়া নাসরিন। মীরপাড়া ঘরিষার, নড়িয়া, শরীয়তপুর ও উম্মে হানি, পিতা মোঃ রফিক বেপারী ও মাতা লাইজু বেগম। বাহের কুশিয়া, ঘরিষার, নড়িয়া শরীয়তপুর। তারা সকলেই দোয় প্রার্থী।


error: Content is protected !!