Friday 9th May 2025
Friday 9th May 2025

নড়িয়ায় ১৮ বছর বয়সী কাইয়ুম ভাত খেতে পারেন না

নড়িয়ায় ১৮ বছর বয়সী কাইয়ুম ভাত খেতে পারেন না
কাইয়ুম মোড়ল

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাইয়ুম মোড়ল ১৮ বছর বয়সী এক যুবক। তিনি জন্মের পর থেকেই ভাত খেতে পারেন না। ভাত বা চাল দিয়ে তৈরি কোনো খাবার খেলেই তার বমি হয়।

কাইয়ুমের বাবা শিপন মোড়ল পেশায় ভ্যান চালক। তার মা শাহিনূর বেগম গৃহিণী। কাইয়ুমের চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

কাইয়ুমের মা শাহিনূর বেগম জানান, কাইয়ুমের জন্মের পর কোনো সমস্যা ছিল না। বাচ্চাদের বয়স ৬ মাস হলে স্বাভাবিক খাবার দিতে হয়। তাই তার ৬ মাস বয়সের সময় তার মুখে নরম ভাত তুলে দেন, কিন্তু ভাত দেওয়ার পরপরই সে বমি করে কান্নাকাটি করত। পরে তারা তাকে খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করেছেন। তাতেও কোনো পার্থক্য হয়নি। ভাতের বদলে দুধ দিয়ে বানানো সুজি খাওয়াতে গিয়েও তারা ব্যর্থ হয়েছিলেন। পরে দুই বছর বয়স পর্যন্ত সে বুকের দুধ, গরুর দুধ, বিস্কুট, আটার রুটি আর পাউরুটি খেত। পরে রুটির পাশাপাশি ডিম ও মুড়ি খেতে শুরু করে। ভাতের বদলে সে এখন দুই বেলা মুড়ি খায়।

কাইয়ুম বলেন, “ভাতের গন্ধ আমি সহ্য করতে পারি না। ভাত খাওয়ার অভ্যাস গড়ার অনেক চেষ্টা করেও পারিনি। এখন সকালে আটার রুটি, ভাজি আর ডিম খাই। দুপুরে ও রাতে খাই তরকারি দিয়ে মুড়ি। মুড়ি খেতে ভালো লাগে। আমি ভাত না খেয়েও অনেক ভালো আছি।”

কাইয়ুমের সমস্যার ব্যাপারে জানতে চাইলে শরীয়তপুরের সিভিল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহ্‌ পরান বলেন, “মানুষ কিছু সময়ের জন্য হয়ত বিশেষ কোনো কারণে ভাত খেতে পারে না। কিন্তু এক ছেলে ১৮ বছর ধরে ভাত খায় না, এটা আশ্চর্যজনক। সে কেন ভাত খায় না, ভাত খেলে কেনই বা বমি আসে বিষয়গুলো তার সঙ্গে আলাপ না করে বা তার স্বাস্থ্য পরীক্ষা না করে বলতে পারছি না। তার ব্যাপারে বিস্তারিত জানার জন্য নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। বিস্তারিত জানার পর তার চিকিৎসা করা যাবে। প্রয়োজনে আমরা তাকে চিকিৎসা দেব।”

কাইয়ুমের পরিবারের আর্থিক অবস্থা ভালো না। কাইয়ুমের বাবা ভ্যান চালিয়ে সংসার চালান। কাইয়ুম ভাত না খেয়েও ভালো আছেন। তবে তার চিকিৎসার ব্যবস্থা করা হলে তিনি আরও ভালো থাকতে পারেন।