
শরীয়তপুরের নড়িয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের সমর্থনে মিছিল করেছে ছাত্রলীগ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লবের নেতৃত্বে এ মিছিল বের হয়।
মিছিলটি জয়বাংলা এভিনিউ দিয়ে মুলফৎগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে পথসভা করে। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পথসভায় ছাত্রনেতা আসাদুজ্জামান বিপ্লব বলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম এমপি দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হওয়ায় নড়িয়া-সখিপুরে আনন্দের জোয়ার বইছে। নড়িয়া-সখিপুরের মানুষ ৭ জানুয়ারি তারিখের অপেক্ষায় মুখিয়ে আছে। পুরো নড়িয়া-সখিপুর জুড়ে উৎসবের আমেজ বইছে। এই জনপদের মানুষ জননেতা এনামুল হক শামীমকে ভোট দিয়ে আবারও এমপি হিসেবে নির্বাচিত করতে মুখিয়ে আছে। আজকের এ আনন্দ মিছিল তারই বহিঃপ্রকাশ। তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে এবার পূর্ণমন্ত্রী হবে বলে আমরা বিশ্বাস করি।
বিপ্লব আরও বলেন, শামীম ভাইয়ের প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনার কারণেই এখর পাঁচ বছরে নড়িয়া-সখিপুরে ব্যাপক উন্নয়ন করেছে। তার কারণে নড়িয়ায় এখন আর পদ্মার ভাঙন নেই, বেড়িবাঁধ হয়েছে।
নড়িয়া ও সখিপুর সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। নড়িয়া- শান্তির জনপদে রুপ নিয়েছে। তাকে আবারও নৌকার প্রার্থী করায় জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে বিভিন্ন স্লোগান দেন। এসব স্লোগানে নৌকার বিজয় এবং শামীম এমপির জয়ের আশা ব্যক্ত করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |