Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ার ডিঙ্গামানিকে নৌকার পক্ষে আ.লীগের ব্যাপক প্রচারণা

নড়িয়ার ডিঙ্গামানিকে নৌকার পক্ষে আ.লীগের ব্যাপক প্রচারণা
নড়িয়ার ডিঙ্গামানিকে নৌকার পক্ষে আ.লীগের ব্যাপক প্রচারণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের পক্ষে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিকে ঐক্যবদ্ধভাবে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জনপ্রতিনিধিরা। প্রতিদিনের ন্যায় বুধবার (২০ ডিসেম্বর) দিনভর আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদারের নেতৃত্বে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক গাজী মনির, উপ প্রচার সম্পাদক তাহের জামান, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন রতন, মঞ্জুর বেপারী, মোহাম্মদ আলী মেম্বার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল মীরমালত, ইউনিয়ন যুবলীগের সভাপতি সভাপতি সেলিম সিকদার, ছাত্রলীগের সাবেক সভাপতি বাকির গাজী, মহিলা লীগের সহ-সভাপতি কাঞ্চন মালা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশ সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন। তারা ওই ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করতে ভোট চাইছেন।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার সাংবাদিকদের বলেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হওয়ায় নড়িয়া-সখিপুরে আনন্দের জোয়ার বইছে। নড়িয়া-সখিপুরের আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং জনপ্রতিনিধিরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। নড়িয়া ও সখিপুরের উন্নয়নে গত পাঁচ বছরে যে উন্নয়ন করেছেন, তা বিগত ৪০ বছরে কেউ করতে পারে নাই। নড়িয়া-সখিপুরের মানুষ ৭ জানুয়ারি তারিখের অপেক্ষায় মুখিয়ে আছে। এই জনপদের মানুষ জননেতা এনামুল হক শামীমকে ভোট দিয়ে আবারও এমপি হিসেবে নির্বাচিত করতে মুখিয়ে আছে। আর জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন। আর জননেতা এনামুল হক শামীম বিপুল ভোটে বিজয়ী হয়ে এবার পূর্ণমন্ত্রী হবে বলে আমরা বিশ্বাস করি।

আনোয়ার হোসাইন খান বলেন, শামীম ভাইয়ের প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনার কারণেই এখর পাঁচ বছরে নড়িয়া-সখিপুরে ব্যাপক উন্নয়ন করেছে। তার কারণে নড়িয়ায় এখন আর পদ্মার ভাঙন নেই, বেড়িবাঁধ হয়েছে। নড়িয়া ও সখিপুর সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। নড়িয়া- শান্তির জনপদে রুপ নিয়েছে। তাকে আবারও নৌকার প্রার্থী করায় জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।