Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর-২ আসনে নৌকার প্রার্থী এনামুল হক শামীমের পক্ষে ব্যাপক গণজোয়ার

শরীয়তপুর-২ আসনে নৌকার প্রার্থী এনামুল হক শামীমের পক্ষে ব্যাপক গণজোয়ার
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীম ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবি- দৈনিক রুদ্রবার্তা

শরীয়তপুর-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের পক্ষে ব্যাপক গণজোয়ার দেখা দিয়েছে।

নৌকা প্রার্থী একেএম এনামুল হক শামীম ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সুশীল সমাজ প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে তার সাথেই রয়েছেন।

যেখানেই নৌকা প্রার্থী একেএম এনামুল হক শামীম গণসংযোগ করছেন, সেখানেই জনতার ঢল নামে। স্থানীয় ভোটাররা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গত ৫ বছরে এই নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে।

পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের আওতায় নড়িয়াতে ৫০ বছরের নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের কান্না থামিয়ে দিয়ে সেখানে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন একেএম এনামুল হক শামীম। পদ্মা নদী দ্বারা বিছিন্ন দুর্গম চরাঞ্চল চরআত্রা ও নওপাড়া এলাকায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেখানে বিদ্যুৎ সরবরাহ চালু করে ৫০ বছরের অন্ধকার মানুষের ঘরে ঘরে আলো জ্বালিয়েছেন এনামুল হক শামীম। এছাড়া রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, মসজিদ মাদ্রাসা, হাসপাতাল, ফায়ার সার্ভিস, পানি ভবন, দৃষ্টিনন্দন ডাকবাংলোসহ হাজারো উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে এলাকাবাসীর মন জয় করেছেন একেএম এনামুল হক শামীম।

এসব উন্নয়নের কারণেই শরীয়তপুর-২ আসনে নৌকার বিকল্প কেউ চিন্তাও করছেন না বলে সাধারণ ভোটাররা জানান। বিপুল ভোটে নৌকার বিজয় লাভের আশায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নৌকার বিজয় নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীম।