Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ইতালিতে স্ট্রোকে শরীয়তপুরের যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

ইতালিতে স্ট্রোকে শরীয়তপুরের যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
আলমগীর হাওলাদার।

উন্নত জীবনের আশায় দুই বছর আগে স্ত্রী-সন্তান রেখে ইতালি পাড়ি জমিয়েছিলেন নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের দিগম্বরপট্টি গ্রামের আলমগীর হাওলাদার (৪০)। কিন্তু ভাগ্যের পরিহাসে প্রবাস জীবনে সুস্থিত হওয়ার আগেই স্ট্রোক জনিত কারণে প্রাণ হারিয়েছেন তিনি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ইতালির নেপোলি শহরে মৃত্যুবরণ করেন আলমগীর। সন্ধ্যায় তার পরিবারের লোকজন এই দুঃসংবাদ জানতে পেরে শোকাহত হন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, নড়িয়ার প্রায় প্রত্যেকটি বাড়িতেই দুই-একজন প্রবাসী রয়েছেন। উন্নত জীবনের আশায় বৃদ্ধ মা, স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে রেখে দুই বছরেরও অধিক সময় আগে লিবিয়া হয়ে ইতালি প্রবেশ করেছিলেন আলমগীর। ইতালির নেপোলি শহরে তিনি একটি রেস্তোরাঁয় কাজ করতেন।

হঠাৎ করেই আলমগীরের মৃত্যুতে শোকাহত তার পরিবারের একটাই দাবি, দ্রুত তার মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হোক।

আলমগীরের চাচাতো ভাই মনির হোসেন হাওলাদার বলেন, “ভালোবেসে বিয়ে করেছিল সে। স্ত্রী সোনিয়া, ছেলে আব্দুল্লাহ, মেয়ে সুরভী ও মিমের উন্নত জীবন নিশ্চিত করতে দুই বছর আগে লিবিয়া হয়ে ইতালি প্রবেশ করেছিল সে। ইতালিতে কিছুদিন আগে সে কাজ পেয়েছে। কিন্তু হঠাৎ করেই স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরিবারের সুখের জন্য বিদেশ গিয়ে প্রাণ হারানোয় সবাই কান্নায় ভেঙে পড়েছেন। আমাদের একটাই দাবি তার মরদেহ যেন দ্রুত এনে দাফনের ব্যবস্থা করা হয়।”

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, “বিষয়টি দুঃখজনক। নিহত আলমগীরের পরিবারের আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা মরদেহটি দেশে আনার ব্যবস্থা করবো। তার পরিবারের পাশে থাকবে উপজেলা প্রশাসন।”

আলমগীরের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। সকলেই তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।