
শরীয়তপুর নড়িয়া উপজেলায় পিকেএসএফ এর অর্থায়নে নড়িয়া উন্নয়ন সমিতি নুসার বাস্তবায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচীর আওতায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অবহিতকরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১১ অক্টোবর বেলা ১১ টায় নুসা প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় বীর কর্নেল শওকত আলী এমপি।
স্বাগত বক্তব্য রাখেন, নুসার ভাইস- চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী।
নুসার নির্বাহী পরিচালক মিজ মাজেদা শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াছমীন, নড়িয়া থানা অফিসার ইনচার্জ একেএম মনজুরুল হক আকন্দ।
মতবিনিময় সভায় ডাঃ খালেদ শওকত আলী বলেন, আমরা নড়িয়া-সখিপুর এলাকা পরিস্কার পরিচ্ছন্নতার আওতায় লক্ষ্যে নুসা কাজ শুরু করেছ। তারই ধারাবাহিকতায় পৌর সভার ১ নং ওয়ার্ডের প্রেমতলা গ্রাম দিয়ে শুরু করেছি। প্রথমে আমরা প্রেমতলাকে মাদকমুক্ত ঘোষনা করি।
সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচির ভোকাল পার্সন মনির হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, নুসা পরিচালনা পর্ষদের সদস্য হাসানুজ্জামান খোকন, নুসার উপ- পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডু, সহকারি পরিচালক আমিনুল ইসলাম মিন্টু, কর্মসুচির সহকারি শহিদুল ইসলাম প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |