
চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করণের দাবীতে মানববন্ধন করেছে শরীয়তপুরের নড়িয়ার সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নড়িয়া উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে চাকুরী স্থায়ীকরণের দাবিতে সারা দেশের সাথে একযোগে আন্দোলনের ডাক দিয়ে মানববন্ধন করেছেন নড়িয়া সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা।
গত ৫ই মে হইতে আগামী ১১ মে পর্যন্ত স্ব-স্ব অফিসের সামনে দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত মানববন্ধন করেছেন। এছাড়াও আগামী ১৫ মে হইতে কলম বিরতি শহর জেলা সাব রেজিস্ট্রি অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় এবং মহাপরিদর্শক নিবন্ধন এর কার্যালয় ঘেরাও কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি দেয়ার ঘোষণা করেন সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার নকল নবিশ সংগঠনের নেতৃবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |