Sunday 11th May 2025
Sunday 11th May 2025

নড়িয়ায় ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার মাহফিল

নড়িয়ায় ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার মাহফিল

শরীয়তপুর জেলায় বাংলাদেশ ইসলামী ব্যাংক নড়িয়া শাখার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ১২ মে ৬ রমজান রবিবার সিয়াম, তাকওয়া, সাদাকহ্ ও ওয়াকফ বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভা মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী।
ইসলামী ব্যাংকের নড়িয়া শাখা ব্যবস্থাপক হাবীব সুলতান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জিল্লুর রহমান, নড়িয়া পৌরসভা প্যানেল মেয়র আবু জাফর শেখ।
ব্যাংকের স্টোন অফিসার মাহবুবুর রহমানের উপস্থাপনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, মাওলানা আবুল হাসেম কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র অফিসার মাওলানা মোহ আনোয়ার হোসেন। ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন, মাওলানা রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র শহীদুল ইসলাম সরদার, মোক্তারের চর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শের আলী মাদবর, ফতেজঙ্গপুর ইউ পি মেম্বার শওকত ফকির, সাবেক কাউন্সিলর উজ্জল বন্দুকছি, ঘড়িষার বাজার বনিক সমিতির সভাপতি সেকান্দার হাওলাদার, সাধারন সম্পাদক রোমান হাওলাদার, নড়িয়া উপজেলার ব্যবসায়ী, ব্যাংকারসহ মুসল্লীগণ।