
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাদক সেবন ও মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় সাংবাদিক মেহেদী হাসানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত ১১ মে সন্ধ্যায় নড়িয়া উপজেলার নওপাড়া বাজারে তাকে প্রাণ নাশের হুমকি দেয় স্থানীয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা। এ ব্যাপারে গত ১২ মে সাংবাদিক মেহেদী হাসান নড়িয়া থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেন। মেহেদী হাসান নড়িয়া উপজেলার নওপাড়া গ্রামের আসাদুজ্জামান আসাদের ছেলে। সে সিটিজি ক্রাইম টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি ও নড়িয়া উপজেলা প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
মেহেদী হাসান বলেন, নওপাড়া মুন্সি কান্দি গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে মামুন বেপারী (৪২) ও নওপাড়া খালাসি কান্দি গ্রামের হুমায়ুন খালাসীর ছেলে বাবু খালাসী (২৫) মাদক দ্রব্য সেবন ও এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। আমি পূর্ব থেকে তাদেরকে মাদক সেবন ও মাদক ব্যবসা থেকে বিরত থাকতে বলি। এ কারণে গত ১১ মে সন্ধ্যায় নওপাড়া বাজারে আমাকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি দেখায়। তারা বলে, তুই কিভাবে এলাকায় সাংবাদিকতা করিস তা দেখে নেব। এবং আরও বলেন, আমাকে পথে ঘাটে যে কোন স্থানে সুযোগ মতো পাইলে জীবনের তরে শেষ করিয়া ফেলিবে। এ ব্যপারে আমি নড়িয়া থানায় একটি সাধারন ডাইরী করেছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |