
শরীয়তপুর সদর উপজেলার মুন্সির হাট বাজার সংলগ্ন জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে মো. অহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করা হয়।
আটককৃত মো. অহিদুল ইসলাম (৩২) সদর উপজেলার চর ডোমসার গ্রামের সাত্তার মাদবরের ছেলে।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, বর্তমান সরকারের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে পরিচালিত অভিযানে অহিদুলকে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পালং মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |