
এক ঝাক তরুণ সমন্বয়ে গঠিত “আলোর সন্ধানে আমরা” সেচ্ছাসেবী সংগঠণের মাধ্যমে শরীয়তপুরে বিভিন্ন এলাকায় করোনা আতঙ্কে কর্মহীন অসহায় এতিম, দু:স্থ ও হতদরিদ্র ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল ৫কেজি, ছোলা ১কেজি, মুড়ি ১কেজি, চিনি ১কেজি, চিড়া ১কেজি।
এ ব্যাপারে “আলোর সন্ধানে আমরা” এর সদস্যরা বলেন, আমাদের সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিকালে সংগঠণের মাসিক চাদা ও বিভিন্ন অনুদান থেকে সাধারন খেটে খাওয়া মানুষ, এতিম, অসহায়দের জন্য ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় দেশের সম্প্রতি করোনা আতঙ্কে, কর্মহীন অসহায় এতিম হতদরিদ্র ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ ও ইফতার সামগ্রী (চাল ৫ কেজি, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ১ কেজি) খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করেছি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তাই সকলের সহযোগিতা কামনা করছি।
এ বিতরণে সহযোগিতায় ছিলেন, “আলোর সন্ধানে আমরা” এর সদস্য নজরুল ইসলাম সোহাগ, মেহেদী হাসান মুরাদ, আল-আমীন, সাদ্দাম হোসেন, সোহানূর রহমান সুরুজ, সোহেল মুন্সি, সোহেল মল্লিক, নাহিদ ছৈয়াল, ফারুক, চন্দন দাস প্রমূখ।