মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় আরো ২৫ জন করোনায় আক্রান্ত

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় আরো ২৫ জন করোনায় আক্রান্ত

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৫ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৮৪ জন। নতুন করে সুস্থ ঘোষনা করা হয়েছে ১০ জনকে। এছাড়াও সদর উপজেলায় ০১ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।

রবিবার ২৩ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

জেলায় নতুন ২৫ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ০৭ জন, জাজিরা উপজেলার ০২ জন, নড়িয়া উপজেলায় নাই, ভেদরগঞ্জ উপজেলার ০৬ জন, ডামুড্যা উপজেলার ০৫ জন ও গোসাইরহাট উপজেলার ০৫ জন।

জেলায় নতুন সুস্থ হওয়া ১০ জনের মধ্যে ভেদরগঞ্জ উপজেলার ০২ জন, ডামুড্যা উপজেলার ০৪ জন ও গোসাইরহাট উপজেলার ০৪ জন।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন ৪০ জনসহ এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ৩৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৫৭ জনসহ মোট ৭ হাজার ৩০১ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৫৮৮ জন, জাজিরায় ১৫৩ জন, নড়িয়ায় ২০৬ জন, ভেদরগঞ্জে ১৭৯ জন, ডামুড্যায় ১৬৫ জন ও গোসাইরহাটে ১৯৩ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৪৮৪ জন।

২৩ আগস্ট পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৫১৫ জন, জাজিরায় ১১৭ জন, নড়িয়ায় ১৮৯ জন, ভেদরগঞ্জে ১৪৮ জন, ডামুড্যায় ১৪২ জন ও গোসাইরহাটে ১৬৩ জন। মোট সুস্থ ১২৭৪ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ১৯৫ জন।

এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০৩ জন, জাজিরা উপজেলায় ০১ জন, নড়িয়া উপজেলায় ০৭ জন, ভেদরগঞ্জে ০৩ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ১৫ জন।


error: Content is protected !!