
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ২১তম সভা ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বোর্ড অব ট্রাস্টিজের প্রয়াত চেয়ারম্যান মোঃ ইসরাফিল আলম এমপি এবং প্রয়াত সদস্য শাহ্জাহান মোহাম্মদ মহিউদ্দীন এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
সভায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছাড়াও বিশ^বিদ্যালয় সুষ্ঠভাবে পরিচালনার জন্য লিয়াকত সিকদার’কে সর্বসম্মতভাবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
সভায় প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, মোঃ জোনায়েত আহমেদ, আরিফুল বারী মজুমদার, ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, মোঃ কামরুজ্জামান, ফিরোজ মাহমুদ হোসেন, ইমতিয়াজ আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলাম উপস্থিত ছিলেন।