
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শরীয়তপুর জেলাধীন শরীয়তপুর সদর উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ দুলাল ছৈয়াল স্বাক্ষরিত স্মারকে এ পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
২১ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদর উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটির সদস্যবৃন্দরা হলেন- সভাপতি সাবিহা নাসরিন, সহ-সভাপতি মোঃ ইলিয়াছ ছৈয়াল ও মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কবির আলম শেখ (জনি), অর্থ সম্পাদক কে. এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ইমরান, প্রচার,তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান হাওলাদার, প্রকল্প সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক রাশেদুল হাাসন, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক আবু সায়েম রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলি আকবর, আইন হিসাব ও নিরীক্ষা সম্পাদক সুলতান মাহমুদ ইভান, শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মোসাঃ লাভলী আক্তার, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ এবং যুদ্ধাহত ও শহীদ পরিবার সম্পাদক ফারজানা আক্তার মুক্তা, সম্মানিত সদস্য মাহফুজা আক্তার, সাগর তালুকদার, রাসেল বেপারী, সোনিয়া আক্তার ও মোঃ ইমরান হোসেন ছৈয়াল।