
প্রিয় শরীয়তপুরবাসী
আপনারা সকলেই অবগত রয়েছেন যে, বর্তমানে সারা দেশে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলায় আগামী ১৪ নভেম্বর ২০২১ খ্রি. হতে শারীরিক সক্ষমতা যাচাইয়ের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী বাংলাদেশ পুলিশ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাবেন। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেনো এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তা নিশ্চিত করতে শরীয়তপুর জেলা পুলিশ ইতোমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
কোনো অসাধু ব্যক্তি বা চক্র যেনো এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনোরকম বানিজ্য করতে না পারে সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কোনো অপতৎপরতা দৃষ্টিগোচর হলে জেলা পুলিশ, শরীয়তপুর কে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। শরীয়তপুর জেলায় নিয়োগ সংক্রান্তে কোনরকম আর্থিক লেনদেনে কেউ জড়িত হলে প্রার্থী ও দালাল সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একমাত্র শারীরিক ও লিখিত পরীক্ষার যোগ্যতাই হবে নিয়োগের মাপকাঠি।
আপনার সন্তানের মেধা ও যোগ্যতায় বিশ্বাস রাখুন। সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে আমাদের সহায়তা করুন।
ধন্যবাদান্তে
এস.এম আশরাফুজ্জামান
পুলিশ সুপার, শরীয়তপুর
০১৩২০১০০৩০০।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |