Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভারত সফরে যাচ্ছে কুবির ক্যাডেট আরিফা

ভারত সফরে যাচ্ছে কুবির ক্যাডেট আরিফা
ভারত সফরে যাচ্ছে কুবির ক্যাডেট আরিফা

ভারতের প্রজাতন্ত্র দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্পেশাল উইথ এক্সচেঞ্জ প্রোগ্রাম (ওয়াইফ) এ অংশ নিতে দিল্লি যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল আরিফা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, প্রতিবেশী দেশ ভারতের প্রজাতন্ত্র দিবসের আয়োজিত তারুণ্য অনুষ্ঠানে অংশ নিতে ময়নামতি রেজিমেন্টের অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে নির্বাচিত হয়েছেন আরিফা। বাংলাদেশের যুব রাষ্ট্রদূত হিসেবে সম্পূর্ণ সরকারি খরচে দিল্লিতে ভ্রমণের সুযোগ পাবেন তিনি। আগামী জুলাই মাসে তিনি দিল্লি সফরে যাবেন।

এদিকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দিল্লি সফরে নির্বাচিত হওয়ায় আনন্দিত আরিফা। তিনি বলেন, এই বিশেষ সফরটি হবে আমার বিএনসিসি জীবনে অন্যতম একটা বড় প্রাপ্তি। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে চার জন ক্যাডেট দিল্লি সফরে গিয়েছিলেন কিন্তু আমার যাওয়া হয়নি। আশা করি এর মাধ্যমে আমিসহ সবাই নিজের দেশকে প্রতিনিধিত্ব করব। যা ভারত সম্পর্কে আরও জানার সুযোগ হবে। তাছাড়া একাডেমিক পড়াশোনা পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থাকা উচিৎ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন সিইউও আমেনা আক্তার সুমি বলেন, বিএনসিসি থেকে সর্বদা শিক্ষার্থীদের সার্বিক মানসম্মত করে তোলার চেষ্টা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দেশ গঠনে ও ক্রান্তিকালীন সময়ে সহযোগিতা করার জন্য আরও উৎসাহিত করা হয়।

প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম (বিএনসিসিও) বলেন, আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের জন্য অনেক গর্বের বিষয়। এছাড়া এর আগে আমাদের ক্যাডেট মালদ্বীপ ও নেপাল সফর দিয়েছেন। আশা করি ভবিষ্যতে আমাদের ক্যাডেটরা আরও এগিয়ে যাবে।