
টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচী চলাকালে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ০২ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে, যার ফলে অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে টুঙ্গিপাড়া উপজেলার শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচী চলাকালে পুলিশ সাফায়েত নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে গ্রেপ্তার করলে তার সহকর্মীরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরে বিক্ষিপ্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি ও ইট-পাটকেল ছুঁড়ে, যা সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় পুলিশ সদস্যরা আহত হন এবং ছাত্রলীগের কর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। আহত পুলিশ সদস্যদের মধ্যে আছেন ওসি খোরশেদ আলম, ওসি অপারেশন আরঙ্গজেব, এএসআই আলাউদ্দিন, হাফিজ, খালেক, আমিনুল, মাসুদ এবং শাহীন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম জানান, “ঘটনার পর আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ পাঠিয়েছি। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়।”
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হকও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় পাঠান।