Friday 9th May 2025
Friday 9th May 2025

গোপালগঞ্জে পিকআপভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৩

গোপালগঞ্জে পিকআপভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৩
গোপালগঞ্জে পিকআপভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট এলাকায় মুরগী বহনকারী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে নাজমুল ইসলাম নামে একজনের পরিচয় নিশ্চিত হলেও বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন মারা যান এবং আহত দুজনকে মুকসুদপুর হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।