Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ফরিদপুরে প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের অবরোধ ও লাঞ্ছনা, পুলিশের হস্তক্ষেপ

ফরিদপুরে প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের অবরোধ ও লাঞ্ছনা, পুলিশের হস্তক্ষেপ
ফরিদপুরে প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের অবরোধ ও লাঞ্ছনা, পুলিশের হস্তক্ষেপ

ফরিদপুরের বোয়ালমারীতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেসুর রহমানকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে লাঞ্ছিত করেছে।

সোমবার (১২ মে) দুপুরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকসহ শিক্ষকদের কক্ষে তালা দিয়ে অবরোধ করে। পরে কক্ষে ঢুকে প্রধান শিক্ষকের গায়ে হাত তোলে তারা। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষকদের উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং তিনি সম্প্রতি বহিরাগতদের নিয়ে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।