
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে মাছের ঘের কাঁটাকে কেন্দ্র করে ইউপি সদস্য ইব্রাহিম ফকির ও মোকসেদ ফকিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে ইব্রাহিম ফকিরের লোকজন ঘের কাঁটতে গেলে বাধা দেয় প্রতিপক্ষ। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং কেউ গুরুতর আহত হননি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |