Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

চিতলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি গিয়াস উদ্দিন মোল্যার ইন্তেকাল

চিতলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি গিয়াস উদ্দিন মোল্যার ইন্তেকাল

শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মোল্যা (৫৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছে। ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৫ জানুয়ারি) রাত ১০ টার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকায় নেয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ আছর আঙ্গারিয়া নদীর পাড় জামে মসজিদ মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক সরদার একে এম নাসির উদ্দিন কালু, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, শরীয়তপুর কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।