
লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৬১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
শনিবার (১৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। লিবিয়ার জুওয়ারা থেকে রওনা দেওয়া একটি নৌকা সাগরের উঁচু ঢেউয়ে ডুবে যায়।
নৌকাটিতে প্রায় ৮৬ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বাকি ৬১ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা মারা গেছেন।
নিখোঁজদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশের বাসিন্দা।
আইওএম জানায়, জীবিত ২৫ জনকে লিবিয়ার একটি বন্দিশালায় পাঠানো হয়েছে এবং তাদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চলতি বছর ভূমধ্যসাগর পার হতে গিয়ে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ডুবে মারা গেছেন।
নৌকাডুবির কারণ
নৌকাডুবির কারণ হিসেবে সাগরের উঁচু ঢেউকে দায়ী করছে আইওএম। তবে নৌকার ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ থাকারও সম্ভাবনা রয়েছে।