Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ

জাজিরায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ

‘আসুন বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’- এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলার জাজিরা ডুবিসায়বর বন্দর (কাজিরহাট) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুরে আল-আরাফাহ ব্যাংক লিমিটেড কাজিরহাট শাখার উদ্যোগে মানিকনগর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়, আব্দুর রাজ্জাক স্কুল এন্ড কলেজ, মানিকনগর মহর আলী হাফিজিয়া মাদরাসা, তাহের ঢালী মাদরাসা, ব্রাইট স্টার কিন্ডার গার্টেন, মুহসিনিয়া মাদরাসা, দারুল কোরআন ক্যাডেট মাদরাসা মাঠে ২০০ ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন কাজিরহাট শাখার শাখা ব্যবস্থাপক মো. ওয়ালিউল্লাহ।
এ সময় সেনেরচর সাবেক ইউপি চেয়ারম্যান কাজী গোলাম মোস্তফা, ডুবিসায়বর বন্দর (কাজিরহাট) আওয়ামী লীগের সভাপতি এম.এ ওয়াহাব মাদবর, ব্যবসায়ী মোকলেছ মাদবর, সেনেরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তোতা মোল্লা, ব্যবসায়ী বাবুল শিকাদার, আব্দুর রাজ্জাক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।