Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশের সদস্যরা। রোববার (১৮ আগষ্ট) দিনগত রাত ১টার দিকে নড়িয়া উপজেলার চরমোহন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার চরমোহন দেওয়ান কান্দি গ্রামের মৃত রশিদ দেওয়ানের ছেলে জসিম দেওয়ান (২৫) ও চরমোহন বেপারী কান্দি গ্রামের গোলাম হোসেন বকাউলের ছেলে রাসেল বকাউল (১৯)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়িয়া থানায় মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা রোববার রাতে নড়িয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১০০ পিচ ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে নড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে।