Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৯ আগস্ট) সকালে শরীয়তপুরের ধানুকা এলাকায় শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী মাসুদের সভাপতিত্বে ও সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আঃ সালাম মাঝী’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান মাদবর। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক আবুল হোসেন সরদার, প্রচার সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালী উল্যাহ খান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্যা, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আলী আজম ফকির, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, টিটু হাওলাদার, যুবদল নেতা বাবুল খান, শাহীন বেপারী, সিদ্দিক খান, হান্নান খান, শরীফ, ছাত্রদল নেতা আল ইসলাম, মিজান খান, হাবিবুর রহমান, ইসহাক সরদার, সাব্বির, রানা মোল্যা প্রমূখ।