
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় শামসুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব শামসুর রহমানের সভাপতিত্বে অভিভাবকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আবুল বাশার, শামসুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ দাস, কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, নলমুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম নোমান, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান দেওয়ান, তোফাজ্জল হোসেন, আবুল হাসান, আশিকুর রহমান সিহাব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, তাহমিদা আলো।
অভিনন্দন বক্তব্য রাখেন, আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজের শিক্ষক আল আমিন ও ছাত্রী নুপুর খান।
অত্র মহিলা কলেজের প্রভাষক আ: জলিলের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, প্রভাষক, অবিভাবক, ছাত্রছাত্রীসহ অনেকে।
এ কলেজটি প্রথম বছরেই ১৩জন বিজ্ঞান, ১০জন বাণিজ্য ও ৪৮জন মানবিক বিভাগে ছাত্রী ভর্তি হয়ে যাত্রা শুরু করে। ১জন অধ্যক্ষসহ ১৪ প্রভাষক এবং ৩ জন কর্মচারী সমন্বয়ে পরিচালিত।
আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব শামসুর রহমান বলেন, গোসাইরহাট উপজেলার শিক্ষার মান উন্নয়নে আমি শামসুর রহমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম। এখন আবার এককভাবে মহিলাদের শিক্ষার মান উন্নয়নের কথা চিন্তা করে আমার মায়ের নামে মহিলা কলেজটি প্রতিষ্ঠা করলাম। এটা আমার স্বপ্ন ছিল। আপনারা সকলে যদি সহযোগিতা করেন, তাহলে এ প্রতিষ্ঠানটি ও শামসুর রহমান কলেজের মতো উত্তোরত্তর উন্নতি লাভ করতে থাকবে। সবশেষে সকলের নিকট দোয়াও কামনা করেন তিনি। Online advertising, WEB sites, e-shops and SEO services at a competitive price here
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |